প্রকাশিত: Mon, Aug 14, 2023 9:12 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:04 AM

[১]কানাডার সন্ত্রাসী তালিকায় বিএনপি নেই: ঢাকাস্থ কানাডা হাই কমিশন

ইকবাল খান: [২] ঢাকাস্থ কানাডা হাই কমিশনে জনৈক বাংলাদেশি ইমেইলের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে, বিএনপি’র সমর্থক পরিচয়ে একজন বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন নাকচ, বিএনপি কানাডার সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় রয়েছে কিনা এবং বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন বিষয়ে। সূত্র: ফেসবুক

[৩] তার ইমেইলের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার বিষয়ক প্রশ্নের জবাবে ১৩ আগস্ট রোববার কানাডার হাইকমিশন ধন্যবাদের সঙ্গে জানিয়েছে, কানাডার রীতি অনুযায়ি; কোন ব্যক্তির সুরক্ষার বিষয়টি দেশটির ইমিগ্রেশন এ্যণ্ড রিফিউজি বোর্ডের কাছে পাঠানো যেটি একটি সম্পূর্ণ স্বাধীন ট্রাইব্যুনাল। 

[৪] বিএনপি কানাডার সন্ত্রাসী তালিকায় রয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে হাইকমিশন জানিয়েছে, কানাডা সেদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর একটি তালিকা করেছে যা সন্ত্রাসবাদ দমনে তাদের অন্যতম হাতিয়ার। বিএনপি তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় নেই। 

[৫] গণতন্ত্র ও নির্বাচন বিষয়ক প্রশ্নের জবাবে বলা হয়েছে, কানাডা বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে অর্থপূর্ণ সংলাপে অবদান রাখা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব